Haway Megh Soraiye লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Haway Megh Soraiye লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৯ নভেম্বর, ২০১১

Haway Megh Soraiye (হাওয়ায় মেঘ সরায়ে)

হাওয়ায় মেঘ সরায়ে [Haway Megh Soraiye]

শিল্পীঃ কিশোর কুমার

দুচোখে দেখিনা তোমায়…
তবু আছো…তুমি আছো…

হাওয়ায় মেঘ সরায়ে
ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া
খুশিতে ভরে ওঠে নয়ন
আজ ওঠে মন ভরিয়া

এতোদিন কোথায় ছিলে
পথ ভুলে তুমি কি এলে
প্রেমেরই কবিতা তুমি
শোনালে যে গান গাহিয়া
কুহু কুহু কুহু ডাকে কোয়েলিয়া
ভালোবাসি যাও বলিয়া

তুমি এলে তাই ফোটে ফুল
তুমি এলে তাই ভাঙে ভুল
মন আজ কিছু মানে না
হৃদয় সাগর আকুল
তুমি এলে প্রিয়ার বেশে
ভরে দিলে মন আবেশে
দক্ষিণা বাতাস তুমি
জুড়ালে দহন হিয়া
সুরে সুরে বেজে ওঠে বাঁশরিয়া
শুনে সব যাই ভুলিয়া