Hemanta Mukherjee লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Hemanta Mukherjee লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৮ মার্চ, ২০১৫

Ay Khuku Aye lyrics by Hemanta and Srabanti

আয় খুকু আয় (Ay Khuku Ay)
artist: Hemanta Mukherjee, Srabanti Mazumdar
sur: V Balsara

কাটেনা সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসে না
জানালার গ্রীলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবর মত কেউ বলে না
আয় খুকু আয় খুকু আয়

মঙ্গলবার, ৫ জুলাই, ২০১১

আজ দুজনার দুটি পথ

আজ দুজনার দুটি পথ


artist: হেমন্ত মুখোপাধ্যায়/Hemanta Mukhopadhyay

আজ দুজনার দুটি পথ
ওগো দুটি দিকে গেছে বেঁকে
তোমার ও পথ আলোয় ভরানো জানি
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে

সেই শপথের মালা খুলে
আমারে গেছো যে ভুলে
তোমারেই তবু দেখি বারে বারে
আজ শুধু দূরে থেকে
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে

আমার এ কূল ছাড়ি
তব বিস্মরণের খেয়া ভরা পালে
অকূলে দিয়েছি পাড়ি
আজ যত বার দ্বীপ জ্বালি
আলো নয় পাই কালি
এ বেদনা তবু সহি হাসিমুখে
নিজেকে লুকায়ে রেখে
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে

শনিবার, ৯ জানুয়ারী, ২০১০

Dhitang dhitang bole

Dhitang dhitang bole
album: Unknown
artist: Hemata

Dhitang dhitang bole, ey madole tan tole
kar anando uchhole aakash bhore jochonaye
aay chute shokole, ei matir dhora tole
aaj hashir kolorole nuton jibon gori aay
aay re aay, logon boye jaay
megh gurgur kore chader shimanay
parul bon dake champa chute aay
bargi ra shob hake, komor bendhe aaye
aay re aay, aay re aay
aay re  aay, aay re aay
dhinaka nateen teena, ei baajar e pran bina
aaj shobaar milon bina emon jibon britha jaaye
e desh tomar amar, ei aamra bhori khamar
aar aamra godi shopon diye, shonar kamonaay
aay re aay, logon boye jaaye
megh gurgur kore chander shima naaye
parul bon dake champa chute aaye
borgi ra shob hake, komor bendhe aay
aay re  aay, aay re aay
aay re  aay, aay re  aay

শনিবার, ২ জানুয়ারী, ২০১০

পথের ক্লান্তি ভুলে

পথের ক্লান্তি ভুলে / Pother Klanti Bhule
artist: হেমন্ত মুখোপাধ্যায় / Hemonto Mukhopaddhay
album:

পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শিতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো ||
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
ঐ আকাশে যদি কভু ওঠে ঝড়
সে আঘাত বুক পেতে লবো ||
যতই দুঃখ তুমি দেবে দাও
জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো ||

তোমার ভূবনে মাগো এত পাপ,
একি অভিশাপ, নাই প্রতিকার?
মিথ্যারই জয় আজ, সত্যের নাই তাই অধিকার ||
কোথায় অযোধ্যা কোথা সেই রাম
কোথায় হারালো গুণধাম,
একি হলো একি হলো,
পশু আজ মানুষেরই নাম |
সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে
শেষ করে দাও এই অনাচার ||
তোমার কঠিন হাতে বজ্র কি নাই
হিংসার করো অবসান,
তোমার এ পৃথিবীতে যারা অসহায়
তুমি মা তাদের করো ত্রাণ |
চরণতীর্থে তব এবার শরণ লবো
দুর্গম এই পথ হব পার ||

http://www.mediafire.com/?m3yudnmw1ui
or,
Download from Here >>

আমার জীবনের এত খুশি এত হাসি

আমার জীবনের এত খুশি এত হাসি
artist: হেমন্ত মুখোপাধ্যায়
album: Unknown

আমার জীবনের এত খুশি এত হাসি
আজ কোথায় গেল
ফুলের বুকে অলির হাসি
আজ কোথায় গেল

হায় স্বপ্নভরা সেই গান
আজ কেন হল অবসান
সেই দুটি কথা ভালোবাসি
কোথায় গেল আজ কোথায় গেল

এই না পাওয়ার ব্যথা ভরা তিথিতে
মন আমার ভরা আছে স্মৃতিতে
হায় বছর ভরা সেই ফুল
হলো কাঁটার আঘাতে যেন ভুল
সেই মিলন মালার বকুলরাশি
কোথায় গেল আজ কোথায় গেল

Link back: BanglaLyrics.evergreenbangla.com
Copyright ©2010 - EverGreenbangla.com