কৌতুক - নির্দেশ পালন
ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে এক তরুণ। কাছ দিয়েই যাচ্ছিল ঐ তরুণের এক বন্ধু। কথ হচ্ছে উভয়ের মধ্যে-
১ম জনঃ কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস?
২য় জনঃ মেয়েদের দেখছি!
১ম জনঃ মানে?
২য় জনঃ ঐ দেখ, ডাক্তারের চেম্বারের দরজায় ঝুলানো আছে।
১ম জনঃ "মেয়েদের দেখার জন্য বিকাল ৪টা থেকে ৬টা।" তাতে কী হয়েছে?
২য় জনঃ তাই তো দাঁড়িয়ে নির্দেশ পালন করছি।
Bangla Jokes লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bangla Jokes লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুক্রবার, ৫ মার্চ, ২০১০
কৌতুক - নির্দেশ পালন
লেবেলসমূহ:
কৌতুক,
Bangla Jokes,
Jokes
বুধবার, ২৫ নভেম্বর, ২০০৯
3
৩. দিনে রোদ রাতে জল,
তাতে বাড়ে ধানের বল।
তাতে বাড়ে ধানের বল।
2
২. যদি হয় সুজন একঘরে নয়জন,
যদি হয় কুজন নয়ঘরে একজন।
যদি হয় কুজন নয়ঘরে একজন।
1
১. তেল, তামাক, ময়দা,
যত মাড়াও তত ফায়দা।
যত মাড়াও তত ফায়দা।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)