রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭

আমার সারাদেহ খেয়ো গো মাটি | এন্ড্রু কিশোর

আমার সারাদেহ খেয়ো গো মাটি
শিল্পীঃ এন্ড্রু কিশোর
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
বছরঃ ১৯৮৫
অ্যালবামঃ নয়নের আলো
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল

আমার সারাদেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটি মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না

ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না

ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে
আমি এই না ঘরে থাকতে একা
পারবো নারে পারবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না

ENGLISH

amar shara deho kheo go mati
ei chokh duto mati kheo na
ami more geleo tare dekhar shokh
mitbena go mitbena
tare ak jonome bhalobeshe
bhorbena mon bhorbena ||

icche kore buker bhitor
lukiye rakhi taare |
jeno na pare she jete
amae kono dino chere
ami e jogote tare chara
thakbona go thakbona
tare ak jonome bhalobeshe
bhorbena mon bhorbena ||

ore ei na bhubon charte hobe
dudin aage pore
bidhi aaki shonge rekho moder
aaki matir ghore
ami ei na ghore thakte aaka
parbona go parbona
tare ak jonome bhalobeshe
bhorbena mon bhorbena ||

একটা ছিল সোনার কন্যা | সুবীর নন্দী

একটা ছিল সোনার কন্যা
সুরকারঃ মাকসুদ জামিল মিনটু
বছরঃ ১৯৯৯
অ্যালবামঃ শ্রাবন মেঘের দিন
গীতিকারঃ হুমায়ুন আহমেদ

একটা ছিল সোনার কন্যা
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া

এই মন তোমাকে দিলাম | সাবিনা ইয়াসমিন

এই মন তোমাকে দিলাম
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ আনোয়ার পারভেজ
অ্যালবামঃ মানসী
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার

এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।

তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম।।

শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

বিশ্ব প্রেমিক | মেহেদী সবুজ

বিশ্ব প্রেমিক | মেহেদী সবুজ

জীবন তরী চলতে চলতে
গিয়ে উঠলাম প্রেম নগর
হাবু-ডুবু খেয়ে প্রেমে
ডুবে গেলাম প্রেম সাগর।

প্রেমিক আমি বিশ্ব প্রেমি
প্রেম নিয়ে করি খেলা
আমার প্রেমে ফুল-পরিরাও
কাটায় সারা বেলা।

কালের খেয়া | মেহেদী সবুজ

কালের খেয়া | মেহেদী সবুজ
০৮/০৭/২০১২ রাত ৪:১৫

সভ্যতায় সৃষ্ঠমানব বিরল প্রজাতী।
যার মাঝে বহমান বয়স্রোত;
যে স্রোতের মাঝে বসত করে ‘প্রেম’
জোয়ারে আসে আবার ভাটায় যায় চলে।
যার জনক কোন কালপুরুষ কিংবা
মৃত্তিকায় কোন গর্ভধারীনী নারী।

প্রেমের ইচ্ছাগুলো | মেহেদী সবুজ

প্রেমের ইচ্ছাগুলো | মেহেদী সবুজ
লেখক: মেহেদী সবুজ

প্রেমের ইচ্ছাগুলো,
হাতের ঈশারায় কাজ করছিল;
তুমি শুধু একবার বাঁধা দিয়েছিলে।
বাঁধা সীমানা যখন অতিক্রম করে
অথৈ সাগরে হাবুডুবু!

শারদ সন্ধ্যা |

শিল্পীঃ মুসাফির আরিয়ান
সুরকারঃ মুসাফির আরিয়ান

এইভাবে ছাই জমা অ্যাশট্রে
পারেনি তোমায় ভালোবাসতে
শুধু লুকিয়ে ছিল কিছু আগুন
যারা এনে দিতো ফাগুন
কোন তীব্র কষ্টের সন্ধ্যায়
মোহময় শারদ সন্ধ্যায়।

ইচ্ছেরা এমন আনাড়ি
তোমার পাড়ায় কার্ফু জারি
করেছে ভীষণ ঈর্ষায়।
তবু লুকিয়ে আছে কিছু আগুন
যারা ঠিক এনে দেবে ফাগুন
জাদুময় কোন এক সন্ধ্যায়
ঘোর লাগা শারদ সন্ধ্যায়।

বেহিসেবী ভুলে তুমি বন্ধু
আঙুল ছোঁয়া জলের ফোঁটা
সমুদ্রে তোমার গল্প লেখা।
আজো লুকিয়ে আছে কিছু আগুন
যারা ঠিক এনে দেবে ফাগুন
পরিচিত কোনো এক সন্ধ্যায়
মোহময় শারদ সন্ধ্যায়।