শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০
বচন
টিপ টিপ জল পড়ে
পাথরে ৰয় করে।
অর্থ : পানির অবিরাম পতনে পাথরেরও ক্ষয় হয়_ এ কথা বোঝাতে বলা হয়।
আস্তে আস্তে করে রাও
সকল কথার বুঝে ভাও।
অর্থ : ধীরে সুস্থে কথা বললে এবং প্রতিপৰের কথা মন দিয়ে শুনলে তবেই সব মর্ম অবগত হওয়া যায়_ এ কথা বোঝাতে বলা হয়।
Collected 4rm: www.DailyJanakantha.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন