শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০১০

জানা-অজানা, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০১০
জানা-অজানা

ঋজু মানব
আধুনিক মানবজাতির ক্রমবিকাশ ধারায় ঋজু মানবের বিকাশ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ধরা হয়। অনুমান করা হয়, ১০ লাখ বছর আগে মানব-সম প্রাণী অস্ট্রালোপিথিকাসরা ক্রমশ বিবর্তিত হয়ে ঋজু মানবে পরিণত হয়। বস্তুত তাদের শারীরিক গঠন অস্ট্রালোপিথিকাসদের চেয়ে অনেক বেশি উন্নত এবং বর্তমান মানুষের কাছাকাছি ছিল। তবে এরা কিছুটা ঋজু বা বাঁকানো ভঙ্গিতে চলাচল করত। এরা সম্পূর্ণ সোজা হয়ে হাঁটতে পারত না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন