বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫

কেনো এমনটা হই by Rahman Tamim

কেনো এমনটা হই - Keno Emonta Hoy
album: কেনো - Keno
year: 2014

কেনো এমনটা হই,যাকে আমি সব সময় কাছে পেতে চাই, সে ততো বেশী দূরে সরে যায়। . . যাকে আমি ভালোবাসি সে আমাকে শুধুই কষ্ট দেয়, যার কথা ভেবে আমি প্রতি রাতে কাঁদি, আমার কান্না শুনে সে হাসে। যাকে না পাওয়ার কষ্টে আমি জ্বলে- পুড়ে ছাই হই, সে আমার এই যন্ত্রণা দেখে শান্তি পায়। . . কেনো এমনটা হই? যাকে আমি সব সময় ভালোবাসতে চাই, সে ততো বেশী দূরে সরে যায়। . . Deep inside this city night There's only you and me I can only hear your voice I am all you see Baby, I love you Born to be mine I'lI say forever You say it all the time but why baby u left me? Oh, you left me with a broken heart And now I see what I should've from the start Everything looked fine from here Everything looked more than clear But now you are gone And I'm still here . . নিঃস্ব হলাম আমি আজ তোমায় ভালোবেসে, সব সুখ বিসর্জন দিলাম তোমায় পাবো বলে। কতো স্বপ্ন, কতো আশা মুহূর্তে ধুলায় মিশিয়ে দিয়ে চলে গেলে। আজ আমার জীবন থেকে অদৃশ্য হলে তুমি,। আমার এই একাকি নির্ঘুম রাত কাটে শুধুই আর্তনাদে, জানি আমার এই বুক ফাটা কান্না কোনদিনই পৌঁছাবেনা তোমার কাছে ..... . . কেনো এমনটা হই? যাকে এতো কাছে পেতে চাই সে ততো দুরে চলে যায়..


  • Submitted By: Rahman Tamim

  • Date: November 11, 2014

  • Time: 1:02 pm






SUCCESSFULLY ADDED!




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন