বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪

পরের জায়গা পরের জমি - আব্দুল আলীম

পরের জায়গা পরের জমি
শিল্পীঃ আব্দুল আলীম

পরের জায়গা পরের জমি
ঘর বানাইয়া আমি রই
আমি তো এই ঘরের মালিক নই।।

ওরে ঘরখানা যার জমিদারি
আমি পাইনা তাহার হুকুমদারী
আমি পাইনা জমিদারের দেখা
পরের দুঃখ কারে কই।।

জমিদারের ইচ্ছেমত আমায়
দেয় গো জমি চাষ
তিতো তাতে ফলে না ফসল
দুঃখ বারো মাস।।

আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমি আমার হয় যে নীলাম
আমি চলি না তার মন জোগায়ে
দাখিলে মেলে না সই।।

bangla lyrics, lyrics, bangla, bangla ganer kotha, lyrics hunter, bangla gaan, gan, ganer kotha, gaaner kotha, bangladeshi song lyrics, bangla ganer kotha mala, ©LyricsHunter.wordpress.com

২টি মন্তব্য: